শুক্রবার জাতিসংঘের মুখপাত্র সেলিন উনাল বলেন, চার মিলিয়ন শরণার্থী নিয়ে তুরস্ক বিশ্বের বৃহত্তম সংখ্যক শরণার্থীর দেশ হিসাবে তার অবস্থানকে ধরে রেখেছে।
তিনি বলেছেন, তুরস্কের উদারতা ও আতিথেয়তা প্রকাশ করা কঠিন, ২০১২ সালে প্রায় চার মিলিয়ন লোককে আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনে তুরস্ক জায়গা দেয় যা ইতিহাসে বিরল।গত ছয় বছর ধরে এই উদারতা ধরে রেখেছে তুরস্ক।